Bodhaditya Banerjee - Jodi Akasher Gaaye Slowed + Reverb lyrics
Artist: Bodhaditya Banerjee
album: Jodi Akasher Gaaye Slowed + Reverb
যদি আকাশের গায়ে কান না পাতি
তোমার কথা শুনতে পাবো না
যদি আকাশের গায়ে কান না পাতি
তোমার কথা শুনতে পাবো না
যদি বাতাসকে আমি ছুঁয়ে না দেখি
যদি বাতাসকে আমি ছুঁয়ে না দেখি
তোমার শরীর স্পর্শ পাবো না
তোমার কথা শুনতে পাবো না
যদি আকাশের গায়ে কান না পাতি
তোমার কথা শুনতে পাবো না
♪
যদি ভিজে মাটির গন্ধ তোমার
গল্পকথা শোনাতে চায়
যদি ভিজে মাটির গন্ধ তোমার
গল্পকথা শোনাতে চায়
আমি মাটির তলায় ঘর না বাঁধিলে
আমি মাটির তলায় ঘর না বাঁধিলে
তোমার জঠরগন্ধ পাবো না
তোমার কথা শুনতে পাবো না
যদি আকাশের গায়ে কান না পাতি
তোমার কথা শুনতে পাবো না
আমার শিরায় শিরায় রক্তের ধ্বনি
শরীর-আঁধারে মা জননী
আমার শিরায় শিরায় রক্তের ধ্বনি
শরীর-আঁধারে মা জননী
তোমার কথা শুনতে পাবো না
যদি আকাশের গায়ে কান না পাতি
তোমার কথা শুনতে পাবো না
যদি বাতাসকে আমি ছুঁয়ে না দেখি
যদি বাতাসকে আমি ছুঁয়ে না দেখি
তোমার শরীর স্পর্শ পাবো না
তোমার কথা শুনতে পাবো না
যদি আকাশের গায়ে কান না পাতি
তোমার কথা শুনতে পাবো না
♪
যদি ভিজে মাটির গন্ধ তোমার
গল্পকথা শোনাতে চায়
যদি ভিজে মাটির গন্ধ তোমার
গল্পকথা শোনাতে চায়
আমি মাটির তলায় ঘর না বাঁধিলে
আমি মাটির তলায় ঘর না বাঁধিলে
তোমার জঠরগন্ধ পাবো না
তোমার কথা শুনতে পাবো না
যদি আকাশের গায়ে কান না পাতি
তোমার কথা শুনতে পাবো না
আমার শিরায় শিরায় রক্তের ধ্বনি
শরীর-আঁধারে মা জননী
আমার শিরায় শিরায় রক্তের ধ্বনি
শরীর-আঁধারে মা জননী
Other albums by the artist
Similar artists
Arindom
Artist
Mashuq Haque
Artist
Anirban Sur
Artist
Ahmed Shakib
Artist
Ishan Mitra
Artist
Rishi Panda
Artist
Minar Rahman
Artist
Lincon
Artist
Pratik Kundu
Artist
Happy Pills
Artist
Rupak Tiary
Artist
Ishrak J Niloy
Artist
Mahtim Shakib
Artist
Raj Barman
Artist
Rahul Dutta
Artist
Prince Sohan
Artist
Shitom Ahmed
Artist
Sahil Sanjan
Artist
S.T.A Turjo
Artist