Pritha Chatterjee - Geetabitan Er Dibbi (From "Kolkata Chalantika") lyrics
Artist:
Pritha Chatterjee
album: Geetabitan Er Dibbi (From "Kolkata Chalantika")
তুমি ভাগোয়া ধরলে একতারা হবো
তুমি ভাগোয়া ধরলে একতারা হবো
কৃষ্ণ চাইলে বাঁশি
গীতবিতানের দিব্যি তোমায়
ভীষণ ভালোবাসি...
গীতবিতানের দিব্যি তোমায়
ভীষণ ভালোবাসি
তুমি ভাগোয়া ধরলে একতারা হবো
কৃষ্ণ চাইলে বাঁশি
গীতবিতানের দিব্যি তোমায়
ভীষণ ভালোবাসি...
গীতবিতানের দিব্যি তোমায়
ভীষণ ভালোবাসি
তুমি ভাগোয়া ধরলে একতারা হবো
♪
সন্ধ্যাবেলা বাড়ি ফিরলে
পা ধোয়ার জল
বন্ধু মহলে তর্ক হলে যুক্তি অর্নগল
বিদেশ ঘোরা পাখি চাইলে
পরিযায়ী হবো আমি
সাঁতরাগাছি চিলকা যাবো
ডানায় পাগলামি
রাতের খোলা ছাদ চাইলে...
আমি চাঁদ চাঁদচতুর্দশী
গীতবিতানের দিব্যি তোমায়
ভীষণ ভালোবাসি...
তুমি ভাগোয়া ধরলে একতারা হবো
♪
হিমু চাইলে হুমায়ুন হবো
নিজেকে চাইলে আরশি
আমি তোমার মীরা
সনাতন দেবদাসী
হিমু চাইলে হুমায়ুন হবো
নিজেকে চাইলে আরশি
আমি তোমার মীরা
সনাতন দেবদাসী
জ্বরের সময় চুমু হয়ে
কপালে নেমে আসি...
গীতবিতানের দিব্যি তোমায়
ভীষণ ভালোবাসি...
গীতবিতানের দিব্যি তোমায়
ভীষণ ভালোবাসি
তুমি ভাগোয়া ধরলে একতারা হবো
কৃষ্ণ চাইলে বাঁশি
গীতবিতানের দিব্যি তোমায়
ভীষন ভালোবাসি...
গীতবিতানের দিব্যি তোমায়
ভীষণ ভালোবাসি
তুমি ভাগোয়া ধরলে একতারা হবো
Поcмотреть все песни артиста
Other albums by the artist