ছাদ ভেঙেছে, ঘুম কেড়েছে মাখিয়ে গিয়েছে শীতের মলম তবু চোখ মেলি না, ভয়ে পাও ফেলি না যদি লিখে ফেলি চার কলম যাবো কি যাবো না যাবো কি না যাবো না বন্দরে, যার গায়ে খুব ধুলো গাবো কি গাবো না গাবো কি না গাবো না অন্ধকারের মনগড়া গানগুলো ♪ আমি হঠাতই আকাশের দিকে গান বাঁধি দুঃখী আঙ্গিকে ঝেড়ে ফেলি মানুষের বেশ আমার গল্প বলা শেষ যদি ভেসে যাই ওই নদীজলে যদি অতলে ডুবে রই তুমি যদি ফেরো এই ভাঙা ঘরে আর সেই ঘরেতে আমি কই? যাবো কি যাবো না যাবো কি না যাবো না বন্দরে, যার গায়ে খুব ধুলো গাবো কি গাবো না গাবো কি না গাবো না অন্ধকারের মনগড়া গানগুলো