Kishore Kumar Hits

Ranajoy Bhattacharjee - DUROTTWO - From "Prosenjit weds Rituparna" lyrics

Artist: Ranajoy Bhattacharjee

album: DUROTTWO (From "Prosenjit weds Rituparna")


দুঃখগুলো দেখতে ভীষণ তোমার মতো
আয়না দিয়ে নিজের ছবি আঁকতে না তো
মনের ছায়া চোখের কোণে একলা হলে
মেঘকে ছাড়াও আকাশপাড়ে বৃষ্টি হতো

দুঃখগুলো দেখতে ভীষণ তোমার মতো
আয়না দিয়ে নিজের ছবি আঁকতে না তো
মনের ছায়া চোখের কোণে একলা হলে
মেঘকে ছাড়াও আকাশপাড়ে বৃষ্টি হতো
জীবন মাপার এককটাকে বদলে দিয়ে
দূরত্বকে বাসবো ভালো অবিরত

বুকের ভেতর লুকিয়ে থাকা অন্ধকারে
হেরে যাওয়ার সান্ত্বনাটা খুঁজতে পারে
অভিমানের পথ যদি সব হারিয়ে যেতো
থাকতো পড়ে না ভোলা সব মনের ক্ষত
সহজ করে বলতে পারা আঙুলছোঁয়ায়
দূরত্বটাও বাসতো ভালো অবিরত

কুড়িয়ে রাখা স্মৃতি শুধু তোমায় বোঝে
কারণ ছাড়াই অকারণে রাত্রি খোঁজে
নরম ঠোঁটের স্পর্শটুকু তোমায় দিতো
কান্নাভেজা হাসির খেলা তোমায় ছুঁতো
সময় আজও পেরিয়ে গিয়েও দূরে সরে
দূরত্ব যে থাকবে ভালো অবিরত

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists