Kishore Kumar Hits

Ranajoy Bhattacharjee - Mon Kyamoner Jonmodin (Kajol Bhromora Version) lyrics

Artist: Ranajoy Bhattacharjee

album: Oriplast Musifusion


ও কী ও
ও কী ও
ও কী ও বন্ধু কাজল ভ্রমরা রে
কোন দিন আসিবেন বন্ধু
কয়া যাও, কয়া যাও রে
ও কী ও বন্ধু কাজল ভ্রমরা রে
কোন দিন আসিবেন বন্ধু
কয়া যাও, কয়া যাও রে

জলে ভেজা, চোখ বোজা
ঘুম খোঁজা ভোর
নিশানা তীর, স্মৃতির ভিড়
এলোমেলো ঘরদোর
মেঘ আসে এলোকেশে
ছুঁয়ে দিলেই সব চুপ
সেই মেঘবালিকার গল্প হোক
শহর জুড়ে বৃষ্টি হোক
রোদ্দুর হোক আজ শুধুই তার ডাকনাম
পাতাভরা শব্দ-টুকরোরা
কালবৈশাখীর মতো মুখচোরা
সব ভিজে যাক, শুধু বেঁচে থাক অভিমান
নতুন সকালগুলো কপাল ছুঁলো তোমারই
বেঁধে রাখতে পারলে তুমিও হতে আমারই
শুধু আমারই
রোদের মতো হাসলে না
আমায় ভালোবাসলে না
আমার কাছে দিন ফুরালেও আসলে না

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists