তোমার আমার যমজ ব্যথারা মন থেকে মনে দিয়ে যায় হামাগুড়ি ভাগ করে খেলে ব্যথাকেও ভালো লাগে চলো আজকে তাদেরই আদর করি তোমার আমার যমজ ব্যথারা মন থেকে মনে দিয়ে যায় হামাগুড়ি ভাগ করে খেলে ব্যথাকেও ভালো লাগে চলো আজকে তাদেরই আদর করি দিন থেকে আমি কুড়িয়ে এনেছি আলো রাত থেকে তুমি ছিনিয়ে নিয়েছো ঘুম জমিয়ে রাখা খুচরো কথাকে গুনে পেরোনো যায় রাত্রি নিঝুম ভালো থাকা যায় যদি বাসা যায় ভালো ভালোবাসা খেয়ে বেঁচেছি, আমি বেঁচেছি তো গতকালও ভালো থাকা যায় যদি বাসা যায় ভালো ভালোবাসা খেয়ে বেঁচেছি, আমি বেঁচেছি তো গতকালও ♪ তবু যদি চোখে প্রশ্ন সাজিয়ে রাখো মন দিয়ে শোনো, তোমাকেই বললাম এ জীবন মানে ভাগাভাগি করে বাঁচা তুমি ছাড়া আমি ব্যর্থ সর্বনাম তবু যদি চোখে প্রশ্ন সাজিয়ে রাখো মন দিয়ে শোনো, তোমাকেই বললাম এ জীবন মানে ভাগাভাগি করে বাঁচা তুমি ছাড়া আমি ব্যর্থ সর্বনাম বহু কিছু নেই তবুও তো আছে কিছু এখনো গল্পে ফুরিয়ে আসেনি কথা আমাদের মতো দেখতে হয়েছে যেন তোমার আমার ছোট্ট যমজ ব্যথা ভালো থাকা যায় যদি বাসা যায় ভালো ভালোবাসা খেয়ে বেঁচেছি, আমি বেঁচেছি তো গতকালও ভালো থাকা যায় যদি বাসা যায় ভালো ভালোবাসা খেয়ে বেঁচেছি, আমি বেঁচেছি তো গতকালও