Kamalini Mukherji - Borisho Dhora-Majhe Shantir Bari lyrics
Artist:
Kamalini Mukherji
album: Borisho Dhora-Majhe Shantir Bari
বরিষ ধরা-মাঝে শান্তির বারি
বরিষ ধরা-মাঝে শান্তির বারি
শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে
শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে
ঊর্ধ্বমুখে নরনারী
বরিষ ধরা-মাঝে শান্তির বারি
বরিষ ধরা-মাঝে শান্তির বারি
না থাকে অন্ধকার, না থাকে মোহপাপ
না থাকে শোকপরিতাপ
না থাকে অন্ধকার, না থাকে মোহপাপ
না থাকে শোকপরিতাপ
হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক
হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক
বিঘ্ন দাও অপসারি
বরিষ ধরা-মাঝে শান্তির বারি
বরিষ ধরা-মাঝে শান্তির বারি
কেন এ হিংসাদ্বেষ, কেন এ ছদ্মবেশ
কেন এ মান-অভিমান
কেন এ হিংসাদ্বেষ, কেন এ ছদ্মবেশ
কেন এ মান-অভিমান
বিতর' বিতর' প্রেম পাষাণহৃদয়ে
বিতর' বিতর' প্রেম পাষাণহৃদয়ে
জয় জয় হোক তোমারি
বরিষ ধরা-মাঝে শান্তির বারি
বরিষ ধরা-মাঝে শান্তির বারি
শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে
শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে
ঊর্ধ্বমুখে নরনারী
বরিষ ধরা-মাঝে শান্তির বারি
বরিষ ধরা-মাঝে শান্তির বারি
Поcмотреть все песни артиста
Other albums by the artist