Kishore Kumar Hits

Subhamita Banerjee - Anek Rater Bhore Chand lyrics

Artist: Subhamita Banerjee

album: Meghe Ora Chithi


অনেক রাতের ভোরে
চাঁদ টুকরো হয়ে ঝরে
আর আকাশ আমার ঘরে
আকাশ আমার আকাশ
এই ভোরের বিছানাতে
রাত জাগা দু-চোখ পেতে
অনেক রাতের ভোরে
চাঁদ টুকরো হয়ে ঝরে
আর আকাশ আমার ঘরে
আকাশ আমার আকাশ
এই ভোরের বিছানাতে
রাত জাগা দু-চোখ পেতে
...
কিসের টানে কার ঘুম ভাঙ্গে
কে ভাসে কার দরিয়ায়
কে দেয় খবর বুকের ভিতর
কতটা সুখ পুড়ে যায়
কিসের টানে কার ঘুম ভাঙ্গে
কে ভাসে কার দরিয়ায়
কে দেয় খবর বুকের ভিতর
কতটা সুখ পুড়ে যায়
চাঁদের আলোয় আকাশ
আর আমার এই দীর্ঘশ্বাস
একসাথেই বাস করে
...
খোলা জানালায় দু-চোখ ফেরায়
আমার রাত জাগা দিন
ঘুম ভাঙ্গানো রাত জাগানো
এ ঘর স্বপ্ন রঙ্গিন
খোলা জানালায় দু-চোখ ফেরায়
আমার রাত জাগা দিন
ঘুম ভাঙ্গানো রাত জাগানো
এ ঘর স্বপ্ন রঙ্গিন
ফেলে আসা রাতে
তাই শুন্য দুহাত পেতে
যায় আঁধার সরে সরে
অনেক রাতের ভোরে
চাঁদ টুকরো হয়ে ঝরে
আর আকাশ আমার ঘরে
আকাশ আমার আকাশ
এই ভোরের বিছানাতে
রাত জাগা দু-চোখ পেতে
...
মোঃ মুশফিকুজ্জামান রায়হান
জঙ্গল বাধাল, যশোর।
[email protected]

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists