Debojyoti Mishra - Chawl Raastaye - Cover lyrics
Artist:
Debojyoti Mishra
album: Chawl Raastaye - Cover
চল রাস্তায় সাজি tram-line আর কবিতায় শুয়ে couplet
আহা উত্তাপ কত সুন্দর তুই thermometer-এ মাপলি
হিয়া টুপটাপ, জিয়া nostal, মিঠে কুয়াশায় ভেজা আস্তিন
আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি
চল রাস্তায় সাজি tram-line আর কবিতায় শুয়ে couplet
আহা উত্তাপ কত সুন্দর তুই thermometer-এ মাপলি
হিয়া টুপটাপ, জিয়া nostal, মিঠে কুয়াশায় ভেজা আস্তিন
আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি
চল রাস্তায় সাজি tram-line
♪
প্রিয় বন্ধুর পাড়া নিঝুম, চেনা চাঁদ চলে যায় রিকশায়
প্রিয় বন্ধুর পাড়া নিঝুম, চেনা চাঁদ চলে যায় রিকশায়
মুখে যা খুশি বলুক রাত্তির, শুধু চোখ থেকে চোখে দিক সায়
পায়ে ঘুম যায় একা ফুটপাথ, ওড়ে জোছনায় মোড়া প্লাস্টিক
পায়ে ঘুম যায় একা ফুটপাথ, ওড়ে জোছনায় মোড়া প্লাস্টিক
আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি
চল রাস্তায় সাজি tram-line
♪
পোষা বালিশের নিচে পথঘাট, যারা সস্তায় ঘুম কিনতো
পোষা বালিশের নিচে পথঘাট, যারা সস্তায় ঘুম কিনতো
তারা কবে ছেড়ে গেছে বন্দর, আমি পাল্টে নিয়েছি ringtone
তবু বারবার তোকে ডাক দিই, এ কি উপহার নাকি শাস্তি
তবু বারবার তোকে ডাক দিই, এ কি উপহার নাকি শাস্তি
আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি
চল রাস্তায় সাজি tram-line আর কবিতায় শুয়ে couplet
আহা উত্তাপ কত সুন্দর তুই thermometer-এ মাপলি
হিয়া টুপটাপ, জিয়া nostal, মিঠে কুয়াশায় ভেজা আস্তিন
আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি
আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি
আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি
Поcмотреть все песни артиста
Other albums by the artist