Kishore Kumar Hits

Debojyoti Mishra - Tumi Esechile lyrics

Artist: Debojyoti Mishra

album: Tumi Esechile


নূপুর বাজলো যে, পলাশমাখা এ বন
হঠাৎ কাঁপিয়ে এলো ঝড়ের আবরণ
নূপুর বাজলো যে, পলাশমাখা এ বন
হঠাৎ কাঁপিয়ে এলো ঝড়ের আবরণ
বসন্ত-ফাগুন জেনে তুমি এসেছিলে
আদর আবির চোখে তুমি চেয়েছিলে
নূপুর বাজলো যে
তোমার মতো কেউ কখনো বলেনি, সত্যি বলছি
"ভালোবাসি" কেউ বলেনি
কেউ বলেনি তুমি চলে গেলে আমি জ্যোৎস্নায় পুড়ে মরে যাবো
কেউ বলেনি
এই দেখো না, আমি ঠায় দাঁড়িয়ে আছি খোয়াইয়ের পাড়ে
আমার বুড়ো বেহালাটা জানে শুধু
তারেতে আঙুল বোলালেই চকমকি হয়ে যাবো আমি
তাই তোমাকে বসন্তের শুকনো পাতার
ভাঙাচোরা আওয়াজের মতো বুকে জড়িয়ে রাখি
সেই খোঁপায় তীর একা পড়ে ছিল
বেলা পড়ে আসা গান তাকে বুঝি ছুঁলো
সেই খোঁপায় তীর একা পড়ে ছিল
বেলা পড়ে আসা গান তাকে বুঝি ছুঁলো
বসন্ত রঙিন হয়, মৃত্যু সে আরও
স্মৃতির ধুলোর গায়ে সেও কি ফুরালো?
সেও কি ফুরালো?
লাল সে পলাশ পথ, বালিয়াড়ি সুর
তরঙ্গ খুলতে দেখি পথ বহুদূর
ফাগুনে দুলছে পথ, বাড়াও তো হাত
যে হাতে মেখেছো নদী-জলপ্রপাত
তুমি এলে-
তুমি এলে স্থির জলে ছায়া নড়ে ওঠে
তোমার চুম্বনে বসন্ত ফোটে
বসন্ত ফোটে

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists