Kishore Kumar Hits

Tapan Sinha - Aar Rekhona Andhare lyrics

Artist: Tapan Sinha

album: Pather Sesh Kothay


আর রেখো না আঁধারে, আমায় দেখতে দাও।
তোমার মাঝে আমার আপনারে দেখতে দাও ॥
কাঁদাও যদি কাঁদাও এবার, সুখের গ্লানি সয় না যে আর,
নয়ন আমার যাক-না ধুয়ে অশ্রুধারে--
আমায় দেখতে দাও ॥
জানি না তো কোন্ কালো এই ছায়া,
আপন ব'লে ভুলায় যখন ঘনায় বিষম মায়া।
স্বপ্নভারে জমল বোঝা, চিরজীবন শূন্য খোঁজা--
যে মোর আলো লুকিয়ে আছে রাতের পারে
আমায় দেখতে দাও।

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists