Kishore Kumar Hits

Rakhi - Aar Amare Marish Ne Maa lyrics

Artist: Rakhi

album: Bhorai


আর আমারে মারিসনে মা।
বলি মা তোর চরণ ধরে
ননী চুরি আর করবো না।।
ননীর জন্যে আজ আমারে
মারলি মাগো বেঁধে ধরে।
দয়া নাই মা তোর অন্তরে
স্বল্পেতে গেলো জানা।।
পরে মারে পরের ছেলে
কেঁদে যেয়ে মাকে বলে।
সেই মা জননী নিঠুর হলে
কে বোঝে শিশুর বেদনা।।
ছেড়ে দে মা হাতের বাঁধন
যাই যেদিকে যায় দুই নয়ন।
পরের মাকে ডাকবো এখন
তোর গৃহে আর থাকবো না।।
যে না বোঝে ছেলের বেদন
সেই ছেলের মার বৃথা জীবন।
বিনয় করে বলছে লালন
কাঁদছে সে করে করুণা।।

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists