Utpala Sen - Bhulechhi Tomare lyrics
Artist:
Utpala Sen
album: Hari Naam Likhe Diyo
ভুলেছি তোমারে অনেক বেদনা সহি
আজ কেন মোরে ডাকো নাম ধরে
আজ কেন মোরে ডাকো নাম ধরে
অকারণে রহি রহি
ভুলেছি তোমারে অনেক বেদনা সহি
♪
সোনার সে দিন ফেলিয়া এসেছি পিছে
আজ কেন তারে মনে রাখো প্রিয় মিছে
সোনার সে দিন ফেলিয়া এসেছি পিছে
আজ কেন তারে মনে রাখো প্রিয় মিছে
ভুলে যাওয়া যত কথা মিছে কেন যাও কহি
ভুলে যাওয়া যত কথা মিছে কেন যাও কহি
অকারণে রহি রহি
ভুলেছি তোমারে অনেক বেদনা সহি
♪
হারানো দিনের সেই প্রিয় মধুগান
কন্ঠবীণায় হয়ে আছে আজও ম্লান
হারানো দিনের সেই প্রিয় মধুগান
কন্ঠবীণায় হয়ে আছে আজও ম্লান
তোমারে ঘিরিয়া যত স্মৃতিছবি
মনে হয় আজও রাতের স্বপন সবই
তুমি যারে মন দিয়েছিলে, প্রিয়
সে তো আমি নহি নহি
অকারণে রহি রহি
ভুলেছি তোমারে অনেক বেদনা সহি
Поcмотреть все песни артиста
Other albums by the artist