Kishore Kumar Hits

Debraj Bhattacharya - Shaajo Shaajao Male (From "Ballabhpurer Roopkotha') lyrics

Artist: Debraj Bhattacharya

album: Ballabhpurer Roopkotha


সাজো, সাজাও এমন করে
বুঝতে না'রি কেমন তুমি

সাজো, সাজাও এমন করে
বুঝতে না'রি কেমন তুমি
সাজো, সাজাও এমন করে
বুঝতে না'রি কেমন তুমি
আসল তোমার কতেক খাঁটি
কতেক নকল তোমার মাটি
সাজো, সাজাও এমন করে
বুঝতে না'রি কেমন তুমি

চুলের বাহার টেরি কেটে
সাধ কি শুধু তাতে মেটে
চুলের বাহার টেরি কেটে
সাধ কি তবু তাতে মেটে
দেখতে চাই গো হৃদয় ঘেঁটে
দেখতে চাই গো হৃদয় ঘেঁটে
দেখতে চাই গো হৃদয় ঘেঁটে
কোথায় পাতা শীতল পাটি
সাজো, সাজাও
সাজো, সাজাও এমন করে
বুঝতে না'রি কেমন তুমি

খিল দিও না মনের দোরে
প্রেমের পাখি বাইরে ওড়ে
খিল দিও না মনের দ্বরে
প্রেমের পাখি বাইরে ওড়ে
দ্বার খুলে দাও, আসুক ঘরে
দ্বার খুলে দাও, আসুক ঘরে
রগড়, রগড়
রগড় হবে জমজমাটি
সাজো, সাজাও এমন করে
বুঝতে না'রি কেমন তুমি
আসল তোমার কতেক খাঁটি
কতেক নকল তোমার মাটি
সাজো, সাজাও
সাজো, সাজাও এমন করে
বুঝতে না'রি কেমন তুমি
সাজো

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists