Kishore Kumar Hits

Joy Sarkar - Doodh Pither Gachhe lyrics

Artist: Joy Sarkar

album: Doodh Pither Gachhe (From "Doodh Pither Gachh")


আহা নদীর কী গন্ধ ওই নিমেরই ছায়ায়
এই মাটির সুগন্ধ ভালোবাসাতে মিলায়
আহা নদীর কী গন্ধ ওই নিমেরই ছায়ায়
এই মাটির সুগন্ধ ভালোবাসাতে মিলায়
সেই নদীর ওপর সর
যেন শালিখ পাখির ঘর
তাতে আচম্বিতে ঢেউ
ও যে অনেক দূরের কেউ
সে এসব ফেলে গেছে তার প্রিয়তমার কাছে
নদীর ঘাটে ঘাটে বহু কান্না জমে আছে
সে এসব ফেলে গেছে তার প্রিয়তমার কাছে
নদীর ঘাটে ঘাটে বহু কান্না জমে আছে
জমা আছে, জমা আছে
সেই দুধপিঠের গাছে
জমা আছে, জমা আছে
সেই দুধপিঠের গাছে
জমা খরচ হতে হবে ঘাট ভীষণ অসহায়
নদী শুকিয়ে যাবে নোনা আদর লেগে গায়
জমা খরচ হতে হবে ঘাট ভীষণ অসহায়
নদী শুকিয়ে যাবে নোনা আদর লেগে গায়
সেই আদর মানেই ছল
আহা ফিরতি পাখির দল
তাকে টানছে নদীর ঢেউ
ও যে অনেক দূরের কেউ
সে এসব ফেলে আছে তার প্রিয়তমার কাছে
নদীর ঘাটে ঘাটে বড় ইচ্ছে জমে আছে
সে এসব ফেলে আছে তার প্রিয়তমার কাছে
নদীর ঘাটে ঘাটে বড় ইচ্ছে জমে আছে
জমা আছে, জমা আছে
সেই দুধপিঠের গাছে
জমা আছে, জমা আছে
সেই দুধপিঠের গাছে
জমা আছে, জমা আছে
সেই দুধপিঠের গাছে
জমা আছে, জমা আছে
সেই দুধপিঠের গাছে

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists