ঠাকুর থাকবে কতক্ষণ
ঠাকুর যাবে বিসর্জন
ঠাকুর থাকবে কতক্ষণ
ঠাকুর যাবে বিসর্জন
♪
মনে সুর ঢ্যাং কুরাকুর
খুশির মেজাজ
এবারে জমবে দেখো
ভাসানেরই নাচ
♪
মনে সুর ঢ্যাং কুরাকুর
খুশির মেজাজ
এবারে জমবে দেখো
ভাসানেরই নাচ
বরণডালা, যাবার পালা
যেও না চলে, মা, থাকো কিছুক্ষণ
ঢাক বাজা, কোমর নাচা
যাবে মা, যাবে বিসর্জন
ঢাক বাজা, কোমর নাচা
যাবে মা, যাবে বিসর্জন
♪
বিদায় বেলা হোক সিঁদুর খেলা
মাগো, সবার চোখ হয় যে ছলছল
আলতা রাঙা পায়, অপার মহিমায়
মাগো, তোমার রূপ করে যে ঝলমল
আলোর ভুবন, মায়ার জীবন
আরে, আলোর ভুবন, মায়ার জীবন
তোমারই পায়ে যে করেছি সমর্পণ
ঢাক বাজা, কোমর নাচা
যাবে মা, যাবে বিসর্জন
ঢাক বাজা, কোমর নাচা
যাবে মা, যাবে বিসর্জন
♪
এলো খুশির হাওয়া তোমার চরণ ছোঁয়া
মনের সুখেই নাচি ধুনুচি নাচ
কাঁসর ঘন্টার তালে সবার কোমর দোলে
মাতালো ভুবন ঢাকের আওয়াজ
এসো মা ঘরে বছর পরে
এসো মা ঘরে বছর পরে
তোমারই আশায় থাকবো সারাক্ষণ
ঢাক বাজা, কোমর নাচা
যাবে মা, যাবে বিসর্জন
ঢাক বাজা, কোমর নাচা
যাবে মা, যাবে বিসর্জন
ঢাক বাজা, কোমর নাচা
যাবে মা, যাবে বিসর্জন
যাবে মা, যাবে বিসর্জন
যাবে মা, যাবে বিসর্জন
Поcмотреть все песни артиста