Saheb Chattopadhyay - Tumi Sandhyar Meghamala lyrics
Artist:
Saheb Chattopadhyay
album: Rabindranather Natun Bouthan
তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা
মম শূন্য গগণ বিহারী
আমি আপনমনের মাধুরী মিশায়ে, তোমারে করেছি রচনা।
তুমি আমারি তুমি আমারি মম অসীম গগণ বিহারী।
মম হৃদয় রক্তরাগে তব চরণ দিয়েছি রাঙিয়া
অয়ী সন্ধ্যাস্বপণ বিহারী
তব অধর একেছি সুধাবিষে মিশে মম সূখ দুখ ভাঙিয়া।
তুমি আমারি তুমি আমারি মম বিজনজীবন বিহারী।
মম মোহের স্বপন অন্জন
তব নয়নে দিয়েছি পরায়ে
অয়ী মুগ্ধ নয়ন বিহারী।
মম সঙ্গীত তব অঙ্গে অঙ্গে দিয়েছি জড়ায়ে জড়ায়ে
তুমি আমারি তুমি আমারি মম জীবন মরণ বিহারী।
Поcмотреть все песни артиста
Other albums by the artist