একটা হৃদয় দুঃখ পেলে সে তো মেঘের হবে তোমার তুমুল অবহেলায় ছেড়ে যাবো কবে একটা হৃদয় দুঃখ পেলে সে তো মেঘের হবে তোমার তুমুল অবহেলায় ছেড়ে যাবো কবে ভাবছি তবু তোমার সাথেই যাচ্ছে কেটে দিন মনটা যদি আকাশ আমার, রোদের কাছে ঋণ ভাবছি তবু তোমার সাথেই যাচ্ছে কেটে দিন মনটা যদি আকাশ আমার, রোদের কাছে ঋণ একটা হৃদয় দুঃখ পেলে সে তো মেঘের হবে তোমার তুমুল অবহেলায় ছেড়ে যাবো কবে ♪ খুব বেশি কি বাড়াবাড়ি এই হৃদয়ের ভাষায়? ভালোবাসায় বেঁচে থাকে স্বপ্ন সমান আশায় মন বাড়িয়ে যাকে ডাকো অলীক সুখের টানে কোন গভীরে তাকে রাখো, মন কি তোমার জানে? ভাবছি তবু তোমার সাথেই যাচ্ছে কেটে দিন মনটা যদি আকাশ আমার, রোদের কাছে ঋণ একটা হৃদয় দুঃখ পেলে সে তো মেঘের হবে তোমার তুমুল অবহেলায় ছেড়ে যাবো কবে একটা হৃদয় দুঃখ পেলে, লা লা লা লা লা লা তোমার তুমুল অবহেলায় ছেড়ে যাবো কবে