এই আমার মন হারাবে যখন সমুখে থাকলেও পাবে না তখন এই আমার মন হারাবে যখন সমুখে থাকলেও পাবে না তখন দিনবদলের দিন হৃদমাঝারের ঋণ অপেক্ষার প্রহর ছুঁয়ে অনির্ণীত কোন সে ক্ষণ সব পেলেও পাবে না ভালোবাসা পাবে না এ মন সব পেলেও পাবে না ভালোবাসা পাবে না এ মন এই আমার মন হারাবে যখন সমুখে থাকলেও পাবে না তখন ♪ এই তোমার অভিমান ফুরাবে যখন বিমুগ্ধ সাজে জানি সাজবে ভুবন এই তোমার অভিমান ফুরাবে যখন বিমুগ্ধ সাজে জানি সাজবে ভুবন বৃষ্টিস্নাত দিন, স্বপ্নছোঁয়া বীণ বিশ্বাসের ছেঁড়া সুতো জোড়া লাগবে যখন সব পেলেও পাবে না ভালোবাসা পাবে না এ মন সব পেলেও পাবে না ভালোবাসা পাবে না এ মন এই আমার মন হারাবে যখন সমুখে থাকলেও পাবে না তখন এই আমার মন হারাবে যখন সমুখে থাকলেও পাবে না তখন