শঙ্খচিলের এই আকাশে ছন্নছাড়া ঝির বাতাসে শেষ বিকেলের ক্লান্ত রণে আবছা নীলের আহ্বানে একটা অবুঝ মনের ডানা নিখোঁজ হলো অভিমানে স্বপ্নগুলো রং হারালো একটা বিকল পাখির গানে শঙ্খচিলের এই আকাশে ছন্নছাড়া ঝির বাতাসে ♪ বর্ণ হারায় সবুজ পাতা অবুঝ চোখের জলের দাগে উই কেটে যায় খেরো খাতা সন্ধ্যা নামে শ্রাবণ মেঘে বর্ণ হারায় সবুজ পাতা অবুঝ চোখের জলের দাগে উই কেটে যায় খেরো খাতা সন্ধ্যা নামে শ্রাবণ মেঘে একটা অবুঝ মনের ডানা নিখোঁজ হলো অভিমানে স্বপ্নগুলো রং হারালো একটা বিকল পাখির গানে শঙ্খচিলের এই আকাশে ছন্নছাড়া ঝির বাতাসে ♪ ও, সম্ভাবনার সূর্যসকাল আবার যদি পেতাম ফিরে মন দহনের এমন দিনে বেঁচে থাকার অনেক ঋণে সম্ভাবনার সূর্যসকাল আবার যদি পেতাম ফিরে মন দহনের এমন দিনে বেঁচে থাকার অনেক ঋণে একটা অবুঝ মনের ডানা নিখোঁজ হলো অভিমানে স্বপ্নগুলো রং হারালো একটা বিকল পাখির গানে শঙ্খচিলের এই আকাশে ছন্নছাড়া ঝির বাতাসে