Poizon Green - Bhangchur lyrics
Artist:
Poizon Green
album: Firing Squad
ভাঙ্গা ভাঙ্গা এ মন, ভাঙ্গা ভাঙ্গা এ ঘড়
ভাঙ্গাচোরা পথঘাট নগর প্রান্তর
বাঁধ ভাঙ্গা ঢেউ, ছেড়া ছেড়া মেঘ
সূর্য মামা আজ খেপেছে, ভীষণ তার তেজ
ক্লান্ত বিকেল, আকাশ রক্ত লাল
বোমার আঘাতে ছিন্ন কিশোরের লাশ
ক্লান্ত বিকেল, আকাশ রক্ত লাল
ধোওয়ার জগতে আজ সব সর্বনাশ।
ভাঙ্গা যে সব স্বপ্ন, চোখ ভরা ঘুম
ভেঙ্গে গেছে শুখের পেয়ালা
নেশায় সব চূড়
ভেঙ্গে টুকরো এ দেশ, বিশ্বাস ফুঁড়িয়ে গেছে
হায়নারা আজ খেপেছে
ক্ষুধার্ত পেটে।
পালাও যদি আশ্রয় খুজে না পাও
মহাপ্রলয় আজ চাক্ষুষ দেখে যাও
পালাও যদি বাচতে চাও
ধ্বংস যজ্ঞে সব ধুলোয় মিশে যাক।।
Поcмотреть все песни артиста
Other albums by the artist