Oblique - Bakshobondi lyrics
Artist:
Oblique
album: Aloron
হেঁটে গেছি কত বার আমি ভুল পথে
না বুঝেই গন্তব্যের খুব কাছে
ফিরে চেয়ে যখনই দেখি অসহায় সময়
ফিকে হয়ে গেছে আঙ্গুলের ভাঁজে
♪
বাক্সবন্দী করে রাখছি যতনে
প্রতিটি মুহূর্ত ঘটছে যখন
আমার ভাষা বুঝতে শিখবি তুই যেদিন
দু'জন মিলেই দেখবো
♪
প্রতিদিন আঙ্গুল মুঠোয় করে আমায়
নিয়ে নিচ্ছিস ভেতর
আমার ব্যস্ত সময়টুকু তোর
কল্পনায় বিভোর
প্রতিদিন আঙ্গুল মুঠোয় করে আমায়
নিয়ে নিচ্ছিস ভেতর
আমার ব্যস্ত সময়টুকু তোর
কল্পনায় বিভোর
বাক্সবন্দী করে রাখছি যতনে
প্রতিটি মুহূর্ত ঘটছে যখন
আমার ভাষা বুঝতে শিখবি তুই যেদিন
দু'জন মিলেই দেখবো
♪
বাক্সবন্দী করে রাখেছি যতনে
প্রতিটি মুহূর্ত ঘটছে যখন
♪
আমার ভাষা বুঝতে শিখবি তুই যেদিন
দু'জন মিলেই দেখবো
Поcмотреть все песни артиста
Other albums by the artist