Chandrani Banerjee - Tomake Bujhina Priyo (From "Projapoti Biskut") [Female Vocals] lyrics
Artist:
Chandrani Banerjee
album: Tomake Bujhina Priyo (From "Projapoti Biskut") [Female Vocals] - Single
তোমাকে বুঝি না, প্রিয়
বোঝো না তুমি আমায়
দুরত্ব বাড়ে, যোগাযোগ নিভে যায়
♪
তোমাকে বুঝি না, প্রিয়
বোঝো না তুমি আমায়
দুরত্ব বাড়ে, যোগাযোগ নিভে যায়
গরাদ শোঁকে সূর্যমুখী
গরাদ শোঁকে সূর্যমুখী
খয়েরী কুঁড়ির ফুল
সূর্য খুঁজে বেড়ায়
♪
তোমাকে জানি না, প্রিয়
জানো না তুমি আমায়
শীতের বেড়াল খেলে ঘাসের ছায়ায়
তোমাকে জানি না, প্রিয়
জানো না তুমি আমায়
শীতের বেড়াল খেলে ঘাসের ছায়ায়
দু'চোখে তার পান্নাবাহার
দু'চোখে তার পান্নাবাহার
কান্না জমায় কথায় কথায়
♪
তোমাকে ডাকি না, প্রিয়
ডাকো না তুমি আমায়
জলপ্রপাত মাতে রূপোর মায়ায়
তোমাকে ডাকি না, প্রিয়
ডাকো না তুমি আমায়
জলপ্রপাত মাতে রূপোর মায়ায়
তুলনাহীনা জলের কিনার
তুলনাহীনা জলের কিনার
তোমার চুলের মতো
আনমনে আঙুল ডোবায়
Поcмотреть все песни артиста
Other albums by the artist