Arghya Sen - Sundaro Bote Tabo Angadokhani lyrics
Artist:
Arghya Sen
album: Arghya
সুন্দর বটে তব অঙ্গদখানি
তারায় তারায় খচিত
সুন্দর বটে তব অঙ্গদখানি
তারায় তারায় খচিত
স্বর্ণে রত্নে শোভন লোভন জানি
বর্ণে বর্ণে রচিত
স্বর্ণে রত্নে শোভন লোভন জানি
বর্ণে বর্ণে রচিত
সুন্দর বটে তব অঙ্গদখানি
তারায় তারায় খচিত
♪
খড়্গ তোমার আরো মনোহর লাগে
বাঁকা বিদ্যুতে আঁকা সে
খড়্গ তোমার আরো মনোহর লাগে
বাঁকা বিদ্যুতে আঁকা সে
গরুড়ের পাখা রক্ত রবির রাগে
যেন গো অস্ত-আকাশে
সুন্দর বটে তব অঙ্গদখানি
তারায় তারায় খচিত
স্বর্ণে রত্নে শোভন লোভন জানি
বর্ণে বর্ণে রচিত
সুন্দর বটে তব অঙ্গদখানি
তারায় তারায় খচিত
খড়্গ তোমার আরো মনোহর লাগে
বাঁকা বিদ্যুতে আঁকা সে
গরুড়ের পাখা রক্ত রবির রাগে
যেন গো অস্ত-আকাশে
জীবন-শেষের শেষ জাগরণসম
ঝলসিছে মহাবেদনা
নিমেষে দহিয়া যাহা কিছু আছে মম
তীব্র ভীষণ চেতনা
জীবন-শেষের শেষ জাগরণসম
ঝলসিছে মহাবেদনা
নিমেষে দহিয়া যাহা কিছু আছে মম
তীব্র ভীষণ চেতনা
সুন্দর বটে তব অঙ্গদখানি
তারায় তারায় খচিত
খড়্গ তোমার, হে দেব ব্রজপাণি
খড়্গ তোমার, হে দেব ব্রজপাণি
চরম শোভায় রচিত
সুন্দর বটে তব অঙ্গদখানি
তারায় তারায় খচিত
স্বর্ণে রত্নে শোভন লোভন জানি
বর্ণে বর্ণে রচিত
সুন্দর বটে তব অঙ্গদখানি
তারায় তারায় খচিত
সুন্দর বটে তব অঙ্গদখানি
তারায় তারায় খচিত
তারায় তারায় খচিত
তারায় তারায় খচিত
Поcмотреть все песни артиста
Other albums by the artist