Arghya Sen - Nibiro Ama Timiro Hote Bahiro Holo lyrics
Artist:
Arghya Sen
album: Arghya
নিবিড় অমা তিমির হতে
বাহির হল
বাহির হল জোয়ার স্রোতে
শুক্লরাতে চাঁদের তরণী
শুক্লরাতে চাঁদের তরণী
নিবিড় অমা তিমির হতে
বাহির হল
বাহির হল জোয়ার-স্রোতে
শুক্লরাতে চাঁদের তরণী
শুক্লরাতে চাঁদের তরণী
নিবিড় অমা তিমির হতে
বাহির হল
♪
ভরিল ভরা অরূপ ফুলে
সাজালো ডালা
সাজালো ডালা অমরাকূলে
আলোর মালা চামেলি-বরনী
ভরিল ভরা অরূপ ফুলে
সাজালো ডালা
সাজালো ডালা অমরাকূলে
আলোর মালা চামেলে বরনী
শুক্লরাতে চাঁদের তরণী
নিবিড় অমা তিমির হতে
বাহির হল
♪
তিথির পরে তিথির ঘাটে
আসিছে তরী দোলের নাটে
নীরবে হাসে স্বপনে ধরণী
তিথির পরে তিথির ঘাটে
আসিছে তরী দোলের নাটে
নীরবে হাসে স্বপনে ধরণী
উৎসবের পসরা নিয়ে
পূর্ণিমার কূলেতে কি এ
উৎসবের পসরা নিয়ে
পূর্ণিমার কূলেতে কি এ
ভিড়িল শেষে তন্দ্রাহরণী
শুক্লরাতে চাঁদের তরণী
নিবিড় অমা তিমির হতে
বাহির হল
বাহির হল জোয়ার স্রোতে
শুক্লরাতে চাঁদের তরণী
শুক্লরাতে চাঁদের তরণী
নিবিড় অমা তিমির হতে
বাহির হল
Поcмотреть все песни артиста
Other albums by the artist