Arghya Sen - More Bhabonare Ki Hawayay Matalo lyrics
Artist:
Arghya Sen
album: Arghya
মোর ভাবনারে কী হাওয়ায় মাতালো
দোলে মন দোলে অকারণ হরষে
মোর ভাবনারে কী হাওয়ায় মাতালো
দোলে মন দোলে অকারণ হরষে
হৃদয়গগনে সজল ঘন নবীন মেঘে
রসের ধারা বরষে
হৃদয়গগনে সজল ঘন নবীন মেঘে
রসের ধারা বরষে
মোর ভাবনারে কী হাওয়ায় মাতালো
দোলে মন দোলে অকারণ হরষে
তাহারে দেখি না যে দেখি না
শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায়
তাহারে দেখি না যে দেখি না
শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায়
বাজে অলখিত তারি চরণে
বাজে অলখিত তারি চরণে
রুনুরুনু রুনুরুনু নূপুরধ্বনি
মোর ভাবনারে কী হাওয়ায় মাতালো
দোলে মন দোলে অকারণ হরষে
মোর ভাবনারে কী হাওয়ায় মাতালো
দোলে মন দোলে অকারণ হরষে
গোপন স্বপনে ছাইল
অপরশ আঁচলের নব নীলিমা
গোপন স্বপনে ছাইল
অপরশ আঁচলের নব নীলিমা
উড়ে যায় বাদলের এই বাতাসে
তার ছায়াময় এলোকেশ আকাশে
উড়ে যায় বাদলের এই বাতাসে
তার ছায়াময় এলোকেশ আকাশে
সে যে মন মোর দিল আকুলি
সে যে মন মোর দিল আকুলি
জল-ভেজা কেতকীর দূর সুবাসে
মোর ভাবনারে কী হাওয়ায় মাতালো
দোলে মন দোলে অকারণ হরষে
মোর ভাবনারে কী হাওয়ায় মাতালো
দোলে মন দোলে অকারণ হরষে
হৃদয়গগনে সজল ঘন নবীন মেঘে
রসের ধারা বরষে
মোর ভাবনারে কী হাওয়ায় মাতালো
দোলে মন দোলে অকারণ হরষে
মোর ভাবনারে কী হাওয়ায় মাতালো
দোলে মন দোলে অকারণ হরষে
দোলে মন দোলে অকারণ হরষে
দোলে মন দোলে অকারণ হরষে
Поcмотреть все песни артиста
Other albums by the artist