পাগলা মনটারে তুই বাঁধ
পাগলা মনটারে তুই বাঁধ
কেন রে তুই যেথা সেথা পরিস প্রাণে ফাঁদ
পাগলা মনটারে তুই বাঁধ
শীতল বায়ে আসলে নিশি
তুই কেন রে হোস উদাসী
শীতল বায়ে আসলে নিশি
তুই কেন রে হোস উদাসী
ওরে নীল আকাশে, নীল আকাশে
অমন করে হেসেই থাকে চাঁদ
পাগলা মনটারে তুই বাঁধ
সংসারেতে উঠলে হাসি
পাগলা, তুই শুনিস রে ব্রজের বাঁশি
সংসারেতে উঠলে হাসি
পাগলা, তুই শুনিস রে ব্রজের বাঁশি
ওরে ভাবিস কি তুই সবই গোকুল
সবই কালাচাঁদ
পাগলা মনটারে তুই বাঁধ
কতই পেলি ভালোবাসা
তবু না তোর মেটে আশা
কতই পেলি ভালোবাসা
তবু না তোর মেটে আশা
এবার তুই একলা ঘরে
তুই একলা ঘরে
নয়ন ভরে কাঁদ
পাগলা মনটারে তুই বাঁধ
কেন রে তুই যেথা সেথা পরিস প্রাণে ফাঁদ
পাগলা মনটারে তুই বাঁধ
পাগলা মনটারে তুই বাঁধ
Поcмотреть все песни артиста
Other albums by the artist