নীল আকাশের অসীম ছেয়ে ছড়িয়ে গেছে চাঁদের আলো আবার কেন ঘরের ভিতর আবার কেন প্রদীপ জ্বালো নীল আকাশের অসীম ছেয়ে ছড়িয়ে গেছে চাঁদের আলো রাখিস না আর মায়ায় ঘিরে স্নেহের বাঁধন ছিঁড়ে দে রে উধাও হয়ে মিশিয়ে যাই এমন রাত আর পাবে না লো নীল আকাশের অসীম ছেয়ে ছড়িয়ে গেছে চাঁদের আলো পাপিয়ার ওই আকুল তানে আকাশ-ভুবন গেল ভেসে থামা এখন বীণার ধ্বনি চুপ করে শোন বাইরে এসে বুকে গিয়ে আসে মরণ মায়ের মতন ভালোবেসে এখন যদি মরতে না পাই তবেই আমার মরণ ভালো নীল আকাশের অসীম ছেয়ে ছড়িয়ে গেছে চাঁদের আলো সাঙ্গ আমার ধুলা-খেলা সাঙ্গ আমার বেচা-কেনা পেয়েছি করে হিসেব-নিকেশ যাহার যাহা পাওনা-দেনা এখন বড়োই শ্রান্ত আমি ও মা, কোলে তুলে নে না এখন বড়োই শ্রান্ত আমি ও মা, কোলে তুলে নে না এখন বড়োই শ্রান্ত আমি ও মা, কোলে তুলে নে না যেখানে ওই অসীম সাদায় মিশেছে ওই অসীম কালো নীল আকাশের অসীম ছেয়ে ছড়িয়ে গেছে চাঁদের আলো আবার কেন ঘরের ভিতর আবার কেন প্রদীপ জ্বালো