১২৯০-এর ফাল্গুনে স্বর্ণকুমারী দেবীর কন্যা হিরণ্ময়ী দেবীর
বিবাহ উপলক্ষে সম্পাদিত হয় "বিবাহ-উৎসব"
এটি রবীন্দ্রনাথ, জ্যোতিরিন্দ্রনাথ, অক্ষয় চৌধুরী ও স্বর্ণকুমারী দেবীর যৌথ রচনা
এই গীতিনাট্যে রবীন্দ্রনাথের একটি মিশ্র বেহাগে রচিত গান "মধুর মিলন"
♪
মধুর মিলন
হাসিতে মিলেছে হাসি, নয়নে নয়ন
মধুর মিলন
হাসিতে মিলেছে হাসি, নয়নে নয়ন
মধুর মিলন
♪
মরমর মৃদু বাণী মরমর মরমে
মরমর মৃদু বাণী মরমর মরমে
কপোলে মিলায় হাসি সুমধুর শরমে
নয়নে স্বপন
মধুর মিলন
হাসিতে মিলেছে হাসি, নয়নে নয়ন
মধুর মিলন
♪
তারাগুলি চেয়ে আছে, কুসুম গাছে গাছে
বাতাস চুপিচুপি ফিরিছে কাছে কাছে
বাতাস চুপিচুপি ফিরিছে কাছে কাছে
মালাগুলি গেঁথে নিয়ে, আড়ালে লুকাইয়ে
মালাগুলি গেঁথে নিয়ে, আড়ালে লুকাইয়ে
সখীরা নেহারিছে দোঁহার আনন
হেসে আকুল হল, হেসে আকুল হল বকুলকানন
আ মরি মরি
মধুর মিলন
হাসিতে মিলেছে হাসি, নয়নে নয়ন
মধুর মিলন
Поcмотреть все песни артиста
Other albums by the artist