Kishore Kumar Hits

Pramita Mullick - Sokhi Oi Bujhi lyrics

Artist: Pramita Mullick

album: Prane Bejechhe


রবীন্দ্রনাথ একই গান বিভিন্ন নাটকে ব্যবহার করেছেন
এমন আমরা অনেকবার দেখেছি
"নলিনী" নাটকের নীরদের "সখী ওই বুঝি বাঁশি বাজে"
কয়েক বছর শোনা গেল "রাজা ও রাণী" নাটকে
আবার অনেক বছর পরে ১৯৩১-এ "শাপমোচন"-এ
কমলিকার অন্তরে ধ্বনিত হলো ওই একই গান
সখী, ওই বুঝি বাঁশি বাজে
সখী, ওই বুঝি বাঁশি বাজে
সখী, ওই বুঝি বাঁশি বাজে
বনমাঝে কি মনোমাঝে
বনমাঝে কি মনোমাঝে
সখী, ওই বুঝি বাঁশি বাজে

বসন্তবায় বহিছে কোথায়
কোথায় ফুটেছে ফুল
বলো গো সজনি, এ সুখরজনী
কোনখানে উদিয়াছে
বনমাঝে কি মনোমাঝে
বনমাঝে কি মনোমাঝে
সখী, ওই বুঝি বাঁশি বাজে

যাব কি যাব না
মিছে এ ভাবনা
যাব কি যাব না
মিছে এ ভাবনা
মিছে মরি লোকলাজে
সখী, মিছে মরি লোকলাজে
কে জানে কোথা সে বিরহহুতাশে
ফিরে অভিসারসাজে
বনমাঝে কি মনোমাঝে
বনমাঝে কি মনোমাঝে
সখী, ওই বুঝি বাঁশি বাজে
সখী, ওই বুঝি বাঁশি বাজে
সখী, ওই বুঝি বাঁশি বাজে

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists