Kishore Kumar Hits

Pramita Mullick - Biday Korechho lyrics

Artist: Pramita Mullick

album: Prane Bejechhe


রবীন্দ্রনাথের নিজের কথায়
"মায়ার খেলা হলো নাট্যের সূত্রে গানের মালা
ঘটনাস্রোতের 'পরে তাহার নির্ভর নহে
হৃদয়াবেগই তাহার প্রধান উপকরণ
বস্তুত মায়ার খেলা যখন লিখিয়াছিলাম
তখন গানের রসেই সমস্ত মন অভিষিক্ত হইয়াছিল
এই গীতিনাট্যে মায়াকুমারীদের একটি অন্যতম গান
বিদায় করেছ যারে নয়ন-জলে
এখন ফিরাবে তারে কিসের ছলে"

বিদায় করেছ যারে নয়ন-জলে
এখন ফিরাবে তারে কিসের ছলে গো
বিদায় করেছ যারে নয়ন-জলে
এখন ফিরাবে তারে কিসের ছলে গো
বিদায় করেছো যারে নয়নজলে

আজি মধু সমীরণে নিশীথে কুসুমবনে
আজি মধু সমীরণে নিশীথে কুসুমবনে
তারে কি পড়েছে মনে বকুলতলে
এখন ফিরাবে তারে কিসের ছলে গো
বিদায় করেছ যারে

সে দিনও তো মধুনিশি প্রাণে গিয়েছিল মিশি
মুকুলিত দশ দিশি কুসুমদলে
দুটি সোহাগের বাণী যদি হত কানাকানি
দুটি সোহাগের বাণী যদি হত কানাকানি
যদি ঐ মালাখানি পরাতে গলে
এখন ফিরাবে তারে কিসের ছলে গো
বিদায় করেছ যারে

মধুরাতে পূর্ণিমার ফিরে আসে বার বার
সে জন ফেরে না আর যে গেছে চলে
ছিল তিথি অনুকূল, শুধু নিমেষের ভুল
ছিল তিথি অনুকূল, শুধু নিমেষের ভুল
চিরদিন তৃষাকুল পরান জ্বলে
এখন ফিরাবে তারে কিসের ছলে গো
বিদায় করেছ যারে নয়ন-জলে
এখন ফিরাবে তারে কিসের ছলে গো
বিদায় করেছ যারে

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists