Kishore Kumar Hits

Bhanga Bangla - Jutar Bari lyrics

Artist: Bhanga Bangla

album: Jutar Bari


Hater-কে দেখলে তো কাছে
মরে যা, মরে যা, মরে যা (মরে যা)
এখন কী করবো কী বাকি (কী?)
সকালে কাজে তো যাচ্ছি (যাচ্ছি)
আম্মুর খাওয়া মজা তো খাচ্ছি (খাচ্ছি)
বিরিয়ানি, বিরিয়ানি, বিরিয়ানি (বিরিয়ানি)
খালি খেয়ে মোটা হয়ে যাচ্ছি (যাচ্ছি)
তিন বেলা পেট ভরে খাচ্ছি
রামাদানে রোজা রাখি (রোজা)
বাসার গন্ধ পেঁয়াজু ভাজি (ভাজি)
ما شاء الله, ما شاء الله, ما شاء الله (ما شاء الله)
তোমরা তো কি করো জানি না (জানি না)
আমাদের মতো আর পাবানা (পাবা না)
আমাদের মতো আর বানায় না (বানায় না)
টাকা বানাই কেউকে দেখাই না (পাবা না)
আমরা তো ঢাকাইয়া, ঢাকাইয়া
জুতার বাড়ি
পাছাটা ধরলে তো পিটাবো (পিটাবো)
ওরা খানকি
বাংলা Rap-এর রাজা আমি
জুম্মাহ পড়ি
আমাদের গানগুলি মরিচ
আমাদের বন্দুক যায় বুম-বুম
চোখ খোলা রাতে নাই ঘুম
আমার বোন এর নাম হলো ফাতেমা (ফাতেমা)
সবুজ কুর্তা, হলুদ পায়জামা (পায়জামা)
আম্মু তো নোয়াখালী, নোয়াখালী (নোয়াখালী)
রাসেল ভাইয়ার নাম হলো ছোটো মা (ছোটো মা)
খালাম্মা'র নাম হলো লাবু (খালাম্মা)
বেগুন ভর্তা সাথে আলু
আমার চোখে দেখবা আগুন (আগুন)
Illuminati নয় এটা জাদু
জুতার বাড়ি
পাছাটা ধরলে তো পিটাবো (পিটাবো)
সুন্দর শাড়ি
সুন্দরী, সুন্দরী, সুন্দরী
ওরে বাবা
বাঙালি, বাঙালি, বাঙালি
ওরে বাবা
আমরা তো ঢাকাইয়া, ঢাকাইয়া
খামাকা ওরা তো কথা তো বলে
কিছু তো বুঝে তো না
ঘুষি তো মারবো তোমাকে মুখে
তুমি তো পড়ে যাবা
মাটির উপরে
যদি তো উঠে গুলিটা খায়, খায়, খায়
গুলিটা পায়
তুমি তো পড়ে তো যায়
ওরা সব পায়খানা
কিছু তো বুঝে না
পয়সা তো বানায় না
টাকার উপর আমি সাঁতার করি
আমি অনেক পয়সা পাই
তুমি অনেক ময়লা যদি মাংস খায়
যদি মাইয়া আমার সাথে প্রেম করতে চায়
তো মাংস তো খাবা না
মাংস তো খাবা না
যদি তুমি খাও আমি তোমাকে ধরবো না
আমার থেকে চাও তুমি আমাকে পাবা না
যখন ঘুমাইতে যাও
আমি ঘুম থেকে উঠি
আমার সব মাইয়া'রা খুশি
ঐখানে আমার সাথে তুমি
আমি চাই, আমি চাই আমি
আমি পাবো আমি যেটা চাই
তোমাকে আমি চাই না
পছন্দ করি না সর
পছন্দ করি না সর
পছন্দ করি না সর (সর)
পছন্দ করি না সর (সর)
সরে যা, যাও
সরে যা, যাও
সরে যা, যাও
পছন্দ করি না সর
জুতার বাড়ি
পাছাটা ধরলে তো পিটাবো (পিটাবো)
সুন্দর শাড়ি
সুন্দরী, সুন্দরী, সুন্দরী
ওরে বাবা
বাঙালি, বাঙালি, বাঙালি
ওরে বাবা
আমরা তো ঢাকাইয়া, ঢাকাইয়া
Young prince
পরিষ্কার
তোমাদের মুখে তো ময়লা (ছিঃ!)
স্বপ্ন দেখেছি
যখন আমি ছিলাম বয়স্কার (G')
I'm the hero of Bangladesh
এরজন্য আমি পরি চশমা
আমি চাই টাকা আর পয়সা
আমার মেয়ে'রা পুরা মশলা (উফ!)
ওরে বাবা
ওরে বাবা
ওরে বাবা
ওরে বাবা
ওদের তো প্রিয় তো কে?
ভাঙ্গা বাংলা, ভাঙ্গা বাংলা
বাংলা, বাংলা
ওরা তো জানে না
বাঙালি, বাঙালি, বাঙালি (বাঙালি)
বাঙালি, বাঙালি, বাঙালি (বাঙালি)
ভাঙ্গা বাংলা অনেক চালাক
তোমরা তো গাধা, বোকা
তোমরা তো পাগলা
মুরগি আর হাঁস তো খাই না
পাখিরা বন্ধু
খালি খাই ডাল-ভাত
জীবনে আমি তো হারি না
খালি জিতি, খাবিব আর খামজাত
মাইয়ারা খালি তাকায়
চেহারা শাহরুখ আর সালমান
সুন্দরী (সুন্দরী)
বান্ধবী (বান্ধবী)
Baddie in a saree
রাজকুমারী, রাজকুমারী
ঝামেলা, ঝামেলা, yeah, yeah
হৃদয় বুকের থেকে ছিঁড়ে ফেলে
ঝামেলা, ঝামেলা, ঝামেলা
ঝামেলা, ঝামেলা, ঝামেলা
জুতার বাড়ি
পাছাটা ধরলে তো পিটাবো (পিটাবো)
সুন্দর শাড়ি
সুন্দরী, সুন্দরী, সুন্দরী
ওরে বাবা
বাঙালি, বাঙালি, বাঙালি
ওরে বাবা
আমরা তো ঢাকাইয়া, ঢাকাইয়া
জুতার বাড়ি
পাছাটা ধরলে তো পিটাবো (পিটাবো)
সুন্দর শাড়ি
সুন্দরী, সুন্দরী, সুন্দরী
ওরে বাবা
বাঙালি, বাঙালি, বাঙালি
ওরে বাবা
আমরা তো ঢাকাইয়া, ঢাকাইয়া

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists