Level Five - Shuvro Probhat lyrics
Artist:
Level Five
album: Obosheshey
শুভ্র প্রভাত
হাঁটছি একা
স্মৃতির পথে
হারিয়ে একা
মৃদু বাতাসে
যেন করছে খেলা
স্মৃতির পাতায় যেনো
পড়ছে ধুলো, দেয়ালে রাখা
প্রাণহীন ছবিগুলো আলোর খেলা
স্মৃতির পাতায় যেনো
পড়ছে ধুলো, দেয়ালে রাখা
প্রাণহীন ছবিগুলো
এবার এলো সূর্য উদয়ের পালা
মুচকি হাসি, একটু বাঁকা
ফুরিয়ে এলো স্বপ্নের পাতা
বাকি আর একটি পাতা
স্মৃতির পাতায় যেনো
পড়ছে ধুলো, দেয়ালে রাখা
প্রাণহীন ছবিগুলো
স্মৃতির পাতায় যেনো
পড়ছে ধুলো, দেয়ালে রাখা
প্রাণহীন ছবিগুলো
Поcмотреть все песни артиста
Other albums by the artist