Kishore Kumar Hits

Farooque Bhai Project - 1990 (Naach Bangali Naach) lyrics

Artist: Farooque Bhai Project

album: Gin Bhoot Tonic


নাচ বাঙালি নাচ
নাচ বাঙালি নাচ
নাচ বাঙালি নাচ
নাচ বাঙালি নাচ
হা, সবাই ধীরে চলে
আস্তে কোমর নাড়ে
তোমাকে চোখে পড়ে
পানি টা একটু ধরে
আর কত রাত বাকি?
এটা কি ১৯৯০ সাল নাকি?
পুরা পাড়া Disco নাচে
হাতে ঘড়ি Seiko আছে
রাতে পরি চশমা দেখে
দুষ্টু মেয়েরা আসে পাশে
Sexy কারণ মুখে উপটান মাখি
এটা কি ১৯৯০ সাল নাকি?
১৯০০, ১৯০০
১৯০০, ১৯০০
১৯০০ করেছো নিঃস্ব
১৯০০, নাচবে বিশ্ব
Damaze অনেক হলেন
এখন বাসায় চলেন
ভাবী গোলাপী দেখে আপনি বেচেঁ গেলেন
ভাই আপনাকে খালি ফারুক ডাকি?
এটা কি ১৯৯০ সাল নাকি?
১৯০০, ১৯০০
১৯০০, ১৯০০
১৯০০ করেছো নিঃস্ব
১৯০০, নাচবে বিশ্ব
নাচবে বিশ্ব
নাচ বাঙালি নাচ
নাচ বাঙালি নাচ
নাচ বাঙালি নাচ
নাচ বাঙালি নাচ
নাচ বাঙালি নাচ
নাচ বাঙালি নাচ
হা, সবাই ধীরে চলে
আস্তে কোমর নাড়ে
তোমাকে চোখে পড়ে
পানি টা একটু ধরে
আর কত রাত বাকি?
এটা কি ১৯৯০ সাল নাকি?
১৯০০, ১৯০০
১৯০০, ১৯০০
১৯০০ করেছো নিঃস্ব
১৯০০, নাচবে বিশ্ব
নাচ বাঙালি নাচ
নাচ বাঙালি নাচ
নাচ বাঙালি নাচ
নাচ বাঙালি নাচ (সবাই ধীরে চলে)
নাচ বাঙালি নাচ (আস্তে কোমর নারে)
নাচ বাঙালি নাচ (তোমাকে চোখে পড়ে)
নাচ বাঙালি নাচ (আস্তে কোমর নারে)
নাচ বাঙালি নাচ (তোমাকে চোখে পড়ে)

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists