Smooches - Dekho lyrics
Artist:
Smooches
album: Smooches ONE
দেখো দেখো রাঙানো যে লালে
তোমার ওই গালে জমেছে কতো না রাগ
জানি মাফ করবে না, জানি জানি
তুমি অভিমানী, তবু দাও না আমায় এক ভাগ
তুমি বলো, "দেবো না তোমায়
"পড়েছে কি দায়, বলো জানো তুমি জানো কি?"
আমি বলি, "যদি দূরে যাই, তোমায় ভুলে যাই"
"বাসবে ভালো তখনও কি?"
"তোমায় শোনাবো আমি গান"
"শোনো পেতে কান, কোরো না অভিমান আর"
"জানি এ মনেরই ফুল আজ করে ভুল"
"তবুও আমি শুধু তোমার"
♪
দেখো দেখো এসেছি তো কাছে, তোমারই পাশে
তবু কেন এত অভিমান
ভেজা ভেজা চোখ, কেঁদে আঁকা মুখ
তবু দাও না আমায় এক ভাগ
তুমি বলো, "দেবো না তোমায়
"পড়েছে কি দায়, বলো জানো তুমি জানো কি?"
আমি বলি, "যদি দূরে যাই, তোমায় ভুলে যাই"
"বাসবে ভালো তখনও কি?"
"তোমায় শোনাবো আমি গান"
"শোনো পেতে কান, কোরো না অভিমান আর"
"জানি এ মনেরই ফুল আজ করে ভুল"
"তবুও আমি শুধু তোমার"
আমি বলি, "যদি দূরে যাই, তোমায় ভুলে যাই"
"বাসবে ভালো তখনও কি?"
আমি বলি, "যদি দূরে যাই, তোমায় ভুলে যাই"
"বাসবে ভালো তখনও কি?"
আমি বলি, "যদি দূরে যাই, তোমায় ভুলে যাই"
"বাসবে ভালো তখনও কি?"
আমি বলি, "যদি দূরে যাই, তোমায় ভুলে যাই"
"বাসবে ভালো তখনও কি?"
আমি বলি, "যদি দূরে যাই, তোমায় ভুলে যাই"
"বাসবে ভালো তখনও কি?"
আমি বলি, "যদি দূরে যাই, তোমায় ভুলে যাই"
"বাসবে ভালো তখনও কি?"
Поcмотреть все песни артиста
Other albums by the artist