Arekta Rock Band - Tomar Haat Dhore Ami Aj Bhorer Opekkhay lyrics
Artist:
Arekta Rock Band
album: Ghum Paranor Gaan
যদি বলি হারাতে চাই
লোকালয়ে লুকানো ছায়ায়
তুমি কি হাত বাড়িয়ে দেবে?
খুঁজে পাবে না কেউ তোমায়
আলো-আঁধারে চলো মিশে যাই
মুক্তি সব বিকল নিয়ম থেকে
এই নীল রঙ রাতে
লাল রঙের মাঝে
রংধনু বানাই
ফেরারি চোখের মোহে
উপেক্ষা যত নিয়ম
চলো আজ হারাই
♪
কতবার শুনেছি কত
নিষেধ সব রঙগুলো
দুর্নিবার তবুও ইচ্ছা
বাঁধ ভেঙে দাও, জোয়ার আনাই
বন্যার জলে আজ সব ভাসাই
পারি দেবো এই সাগর ভেলায়
এই নীল রঙ রাতে
লাল রঙের মাঝে
রংধনু বানাই
ফেরারি চোখের মোহে
উপেক্ষা যত নিয়ম
মাতাল সুরের মূর্ছনাতে
যেন ডাক শোনা যায়
তোমার হাত ধরে আমি আজ
ভোরের অপেক্ষায়
অপেক্ষায়...
♪
সকালের মিষ্টি রোদে
দুটো গান বাজে একই সুরে
♪
মাতাল সুরের মূর্ছনাতে
যেন ডাক শোনা যায়
তোমার হাত ধরে আমি আজ
ভোরের অপেক্ষায়
অপেক্ষায়...
(অপেক্ষায়)
(অপেক্ষায়)
(অপেক্ষায়)
(অপেক্ষায়)
(অপেক্ষায়)
(অপেক্ষায়)
Поcмотреть все песни артиста
Other albums by the artist