তুমি বলো যদি নামী-দামী কবি ঘাম ফালাবে মাথা থেকে পায়ে তুমি বলো যদি ট্রুডো আর মোদী চিঠি দিবে রোজ সন্ধ্যায় তুমি যদি বলো এত অগোছালো পৃথিবী সোজা হয়ে যায় তুমি যদি বলো তবে ফ্রিডা কাহলো রঙ-ঢঙ ছেড়েছুড়ে সন্ন্যাসী হয়ে যায় জানালা সব খোলা হোক তবু হোক, তবু হোক ঘটনায় সব ঘোলা হোক তবু হোক, তবু হোক সময় বৃথা তুমি বললে না বোকা ভেবে গেলে আমারে পরিণীতা, তুমিই একা আমি ঠিকই ভাবি তোমারে ♪ তুমি বলো যদি সিংহাসনের গদি বিদ্রোহীকে স্যার বলে যায় তুমি পা বাড়ালে দুরত্ব খামখেয়ালে কাছে এসে পাশে বসে পৌছিয়ে দিয়ে যায় ঘটনায় এতকিছু ভাবা তোমার সাজে না জানালার কাঁচে পড়ে থাকে সময় সময় বৃথা, তুমি বললে না ♪ সময় বৃথা, তুমি বললে না বোকা ভেবে গেলে আমারে পরিণীতা, তুমিই একা আমি ঠিকই ভাবি তোমারে ♪ সময় বৃথা