Kishore Kumar Hits

Hatirpool Sessions - Bishader Poromanu lyrics

Artist: Hatirpool Sessions

album: Bishader Poromanu


One, two, three, go

তোমার কাছে আমি বলেছি সে কথা
যে কথা বলেনি কেউ
হাতে হাত বাঁধা, পরস্পরে অধীন
এমন প্রেমে হবো স্বাধীন
আকাশভরা ঘুড়ি, তাদের মতো উড়ি
অভিকর্ষ বিফলে যায়
সুতোয় বাঁধা স্বাধীন ঘুড়ি কেটে গেলে
ঝরে পড়ে বিষণ্নতায়
দেহ থেকে মন হয়েছে অপহরণ
নেই প্রয়োজন কোনো দূরবীক্ষণ
আরো কাছে এসো তুমি নিয়ে সেই প্রিয় ভাষণ
বিষাদেরই পরমাণু ভেঙে হোক তৃপ্ত আমাদেরই মন

গুপ্ত কিছু শোকে লুপ্ত হয় লোকে
গুপ্তধন শিকারি মন
প্রকাশ নেই মুখে, গুপ্ত থাকে চোখে
মৌনতার বিস্ফোরণ
বলেছি সবই তোমায়, রাখিনি কিছু বাকি
এক কথায় সে চার বর্ণ
সিক্ত হলে তুমি, বাতাসে কানাকানি
দু'চোখে ভরে যায় স্বর্ণ
দেহ থেকে মন হয়েছে অপহরণ
নেই প্রয়োজন কোনো দূরবীক্ষণ
আরো কাছে এসো তুমি নিয়ে সেই প্রিয় ভাষণ
বিষাদেরই পরমাণু ভেঙে হোক তৃপ্ত আমাদেরই মন

দেহ থেকে মন
দেহ থেকে মন
দেহ থেকে মন হয়েছে অপহরণ
নেই প্রয়োজন কোনো দূরবীক্ষণ
আরো কাছে এসো তুমি নিয়ে সেই প্রিয় ভাষণ
বিষাদেরই পরমাণু ভেঙে হোক তৃপ্ত আমাদেরই মন

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists