Hatirpool Sessions - Jamaica Farewell lyrics
Artist:
Hatirpool Sessions
album: Jamaica Farewell
ফদো হুরে ঐ মোন মুরোত
যেদু বেক থামি যায় ফেগো রত
সাজন্যের ফাগত তারার উন টিপ
ফুলর থুমবাজে মনান অজি যায়
হোন আর গানিত সেই তজিমপুর
ম মনান থায় বাজি মন মুরত
এজো ফত্তান থায়দি সে থান্যেবি
স্ববন ফুরিত স্ববন বুনে গীত গেনেই
আহা, পথের প্রান্তে ঐ সুদূর গাঁয়ে
যেথা সময় থমকে থামে বটের ছায়
আহা সন্ধ্যা দীপ জ্বালে তারার টিপ
কত ফুলের গন্ধে মোর মন মাতায়
হায়, কোন সুদূর সেই স্বপ্নপুর
মোর মন যে গায় ঘরে ফেরার সুর
মোর পথ চেয়ে আজও সেই মেয়ে
বুঝি স্বপ্নজাল বুনে গান গেয়ে
♪
আহা, মেলার রাস্তা ধরে মেয়ের দল
কত কাঁকন বাজিয়ে পায়ে রূপোর মল
আজ তাদের গান করে ব্যাকুল প্রাণ
কেন স্মৃতির পাতায় ঝরে অশ্রুজল
হায়, কোন সুদূর সেই স্বপ্নপুর
মোর মন যে গায় ঘরে ফেরার সুর
মোর পথ চেয়ে আজও সেই মেয়ে
বুঝি স্বপ্নজাল বুনে গান গেয়ে
♪
সিদে নেই সে সুগোরদিন
ম মনত বাঝে অনুঝর
সে গাঙ্গো ফারত ম মোন মুরত
হেরো বুগত মনান জায়দি আরি
হোন আর গানিত সেই তজিমপুর
ম মনান থায় বাজি মন মুরত
এজো ফত্তান থায়দি সে থান্যেবি
স্ববন ফুরিত স্ববন বুনে গীত গেনেই
আহা, চিন্তাহীন সেই সুখের দিন
কেন আমার চিত্তে আজও বাজায় বীণ
সেই শালের বন মোর ঘরের কোণ
তারই নিবিড় বক্ষে মন অন্তরিন
হায়, কোন সুদূর সেই স্বপ্নপুর
মোর মন যে গায় ঘরে ফেরার সুর
মোর পথ চেয়ে আজও সেই মেয়ে
বুঝি স্বপ্নজাল বুনে গান গেয়ে
হোন আর গানিত সেই তজিমপুর
ম মনান থায় বাজি মন মুরত
এজো ফত্তান থায়দি সে থান্যেবি
স্ববন ফুরিত স্ববন বুনে গীত গেনেই
হায়, কোন সুদূর সেই স্বপ্নপুর
মোর মন যে গায় ঘরে ফেরার সুর
মোর পথ চেয়ে আজও সেই মেয়ে
বুঝি স্বপ্নজাল বুনে গান গেয়ে
লা লা লা লা লা লা (হোন আর গানিত সেই তজিমপুর)
লা লা লা লা লা লা (ম মনান থায় বাজি মন মুরত)
লা লা লা লা লা লা (এজো ফত্তান থায়দি সে থান্যেবি)
লা লা লা লা লা লা (স্ববন ফুরিত স্ববন বুনে গীত গেনেই)
Поcмотреть все песни артиста
Other albums by the artist