কি করি, কি করি, বলো কি করা যায়?
অলস এমন দিনে।
মনের যতো রঙ মিশে অজানায় শুধু সাড়া ফেলে,
তাই বুঝি আমি আকাশ দেখি,
কিছুই না ভেবে।
নিস্তব্ধতায় সবই যেন গভীর সাগরতলে।
এই বিষন্নতা আর কাটে না তো,
আমাকে ছেড়ে।
মনে আগের মতো গান বাজে না তো,
পাখিদের সুরে।
দিন আসে যায়, সূর্য উঠে, তবু আলো ছড়ায় না।
সবই বদলায়, তবু জীবন আমার,
সে তো বদলায় না।
না, না না না না, না না না না না না...
কি ক্ষতি, কি ক্ষতি, যদি হতো এমন, কোন ব্যস্ত রাতে,
চাঁদ এসে বসে থাকে জানালায়, আমায় দেখা দিতে।
ফুল ফুটে, যায় বাতাস বয়ে, ভালোবাসা চেয়ে,
কোনো দিকের দুঃখ আমায় পারে না এসে ছুঁতে।
অনন্ত এক সুখের পাহাড়, আমি তার চুঁড়ায়,
কাটে জীবন এক হাসিমুখে, কোনো কষ্ট ছাড়াই।
প্রজাপতি এক এসে বলে, "উঠো আমার ডানায়।"
বলে, "বলো, কি যে চাও তুমি,
আমি দেখাবো উপায়।
প্রজাপতি ভেসে এসেছি, আশা আমার পরিচয়।
উড়ে এসেছি বহুদূরে, থেকে ডেকেছিলে, তাই।
ভেবেছিলে স্রষ্টা নেই কোনো, ভুল বোঝাতে তোমায়।"
বলে, "বলো, কি যে চাও তুমি,
আমি এনে দেবো তাই।
প্রজাপতি সেজে এসেছি, আশা আমার পরিচয়।
উড়ে এসেছি বহুদূরে, থেকে ডেকেছিলে, তাই।
ভেবেছিলে স্রষ্টা নেই কোনো, ভুল বোঝাতে তোমায়।"
কি করি, কি করি, বলো কি করা যায়?
অলস এমন দিনে।
মনের যতো গেছে মিশে অজানায়...
Поcмотреть все песни артиста