আমার মায়ের নির্ঘুম রাত একা একা কথা বলে শূন্য বুকের এই দীর্ঘনিঃশ্বাস রাতের তারায় প্রদীপ জ্বলে আমার মায়ের হাতের ছোঁয়ায় সাজানো কত বাগান ছিলো সেই রাতে এক হিংস্র হায়েনা এলোমেলো করে দিলো একটি মায়ের লাখো সন্তান খুন হলো দলে দলে একটি মায়ের লাখো সন্তান খুন হলো দলে দলে আমার মায়ের নির্ঘুম রাত একা একা কথা বলে ♪ একটি মায়ের লাখো সন্তান খুন হলো দলে দলে একটি মায়ের লাখো সন্তান খুন হলো দলে দলে রাতের রক্ত দিনের আলোয় বিদ্রোহ হয়ে জেগে ওঠে স্বাধীনতা নামের রক্ত সূর্য আমার মায়ের আঁচল ছায় তবুও মায়ের এই সজল নয়ন উদাস হয় উদয়াচলে তবুও মায়ের এই সজল নয়ন উদাস হয় উদয়াচলে ♪ আমার মায়ের নির্ঘুম রাত একা একা কথা বলে শূন্য বুকের এই দীর্ঘনিঃশ্বাস রাতের তারায় প্রদীপ জ্বলে