Kishore Kumar Hits

Swagatalakshmi - Chhinno Patar Sajai lyrics

Artist: Swagatalakshmi

album: Hothat Dekha


কাল চলে আসিয়াছি, কোনো কথা বলিনি তোমারে
শেষ করে দিনু একেবারে আশা নৈরাশ্যের দ্বন্দ্ব
ক্ষুব্ধ কামনার দুঃসহ ধিক্কার
বিরহের বিষণ্ন আকাশে সন্ধ্যা হয়ে আসে
নাই সৃষ্টিধারা, নাই রবি শশী গ্রহতারা
বায়ু স্তব্ধ আছে, দিগন্তে একটি রেখা আঁকে নাই গাছে
নাইকো জনতা, নাই কানাকানি কথা
নাই সময়ের পদধ্বনি
নিরন্ত মুহূর্ত স্থির, দণ্ড পল কিছুই না গণি
নাই আলো, নাই অন্ধকার
আমি নাই, গ্রন্থি নাই তোমার আমার
নাই সুখ দুঃখ ভয়, আকাঙ্ক্ষা বিলুপ্ত হল সব
আকাশে নিস্তব্ধ এক শান্ত অনুভব
তোমাতে সমস্ত লীন, তুমি আছ একা
আমি-হীন চিত্তমাঝে একান্ত তোমারে শুধু দেখা
সে রইল জানলার বাইরের দিকে চেয়ে
যেন কাছের দিনের ছোঁয়াচ-পার-হওয়া চাহনিতে
দিলে অত্যন্ত ছোটো দু-একটা জবাব
কোনোটা বা দিলেই না
বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায়
কেন এ-সব কথা
এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা

ছিন্ন পাতার সাজাই তরণী, একা একা করি খেলা
ছিন্ন পাতার সাজাই তরণী, একা একা করি খেলা
আনমনা যেন দিকবালিকার
আনমনা যেন দিকবালিকার ভাসানো মেঘের ভেলা
ছিন্ন পাতার সাজাই তরণী, একা একা করি খেলা

যেমন হেলায় অলস ছন্দে কোন খেয়ালির কোন আনন্দে
যেমন হেলায় অলস ছন্দে কোন খেয়ালির কোন আনন্দে
সকালে ধরানো আমের মুকুল ঝরানো বিকালবেলা
ছিন্ন পাতার সাজাই তরণী, একা একা করি খেলা

যে বাতাস নেয় ফুলের গন্ধ, ভুলে যায় দিনশেষে
তার হাতে দিই আমার ছন্দ, কোথা যায় কে জানে সে
যে বাতাস নেয় ফুলের গন্ধ, ভুলে যায় দিনশেষে
তার হাতে দিই আমার ছন্দ, কোথা যায় কে জানে সে
লক্ষ্যবিহীন স্রোতের ধারায় জেনো জেনো মোর সকলই হারায়
জেনো জেনো
লক্ষ্যবিহীন স্রোতের ধারায় জেনো জেনো মোর সকলই হারায়
জেনো জেনো
চিরদিন আমি পথের নেশায় পাথেয় করেছি হেলা
ছিন্ন পাতার সাজাই তরণী, একা একা করি খেলা
আনমনা যেন দিকবালিকার
আনমনা যেন দিকবালিকার ভাসানো মেঘের ভেলা
ছিন্ন পাতার সাজাই তরণী, একা একা করি খেলা

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists