আমার রক্তে নিয়ে আসে তোমার সুর ঝড়ের ডাক, বন্যার ডাক, আগুনের ডাক পাঁজরের উপরে আছাড়-খাওয়া মরণ-সাগরের ডাক ঘরের শিকল-নাড়া উদাসী হাওয়ার ডাক যেন হাঁক দিয়ে আসে অপূর্ণের সংকীর্ণ খাদে পূর্ণ স্রোতের ডাকাতি ছিনিয়ে নেবে, ভাসিয়ে দেবে বুঝি ডানা দেয় নি বিধাতা তোমার গান দিয়েছে আমার স্বপ্নে ঝোড়ো আকাশে উড়ো প্রাণের পাগলামি বাঁশি বাজল, আমার দুই চক্ষু যোগ দিল কয়খানা হালকা মেঘের দলে ওরা ভেসে পড়েছে নিঃশেষে মিলিয়ে যাবার খেয়ায় আমার মন বেরোল নির্জনে-আসন-পাতা শান্ত অভিসারে যা-কিছু আছে সমস্ত পেরিয়ে যাবার যাত্রায় ♪ এই কথাটি মনে রেখো তোমাদের এই হাসিখেলায় এই কথাটি মনে রেখো তোমাদের এই হাসিখেলায় এই কথাটি মনে রেখো আমি যে গান গেয়েছিলেম মনে রেখো আমি যে গান গেয়েছিলেম জীর্ণ পাতা ঝরার বেলায় মনে রেখো এই কথাটি মনে রেখো ♪ শুকনো ঘাসে শূন্য বনে আপন-মনে অনাদরে অবহেলায় গান গেয়েছিলেম মনে রেখো আমি যে গান গেয়েছিলেম মনে রেখো আমি যে গান গেয়েছিলেম জীর্ণ পাতা ঝরার বেলায় মনে রেখো এই কথাটি মনে রেখো ♪ দিনের পথিক মনে রেখো আমি চলেছিলেম রাতে সন্ধ্যাপ্রদীপ নিয়ে হাতে দিনের পথিক মনে রেখো আমি চলেছিলেম রাতে সন্ধ্যাপ্রদীপ নিয়ে হাতে যখন আমায় ও-পার থেকে গেল ডেকে ভেসেছিলেম ভাঙা ভেলায় গান গেয়েছিলেম মনে রেখো আমি যে গান গেয়েছিলেম মনে রেখো আমি যে গান গেয়েছিলেম জীর্ণ পাতা ঝরার বেলায় মনে রেখো এই কথাটি মনে রেখো