আমাকে শুনতে দাও, আমি কান পেতে আছি, পড়ে আসছে বেলা পাখিরা গেয়ে নিচ্ছে দিনের শেষে কণ্ঠের সঞ্চয় উজাড়-করে-দেবার গান ওরা আমার দেহ-মনকে নিল টেনে নানা সুরের, নানা রঙের, নানা খেলার প্রাণের মহলে আমাকে একটু সময় দাও, আমি মন পেতে আছি ভাঁটা-পড়া বেলায় ঘাসের উপরে ছড়িয়ে-পড়া বিকেলের আলোতে গাছেদের নিস্তব্ধ খুশি মজ্জার মধ্যে লুকোনো খুশি, পাতায় পাতায় ছড়ানো খুশি এখন আমাকে বসে থাকতে দাও, আমি চোখ মেলে থাকি একদিন আপন সহজ নিরালায় ছিলে তুমি অধরা ছিলে তুমি একলা বিধাতার, একের মধ্যে একঘরে আমি বেঁধেছি তোমাকে দুয়ের গ্রন্থিতে তোমার সৃষ্টি আজ তোমাতে আর আমাতে তোমার বেদনায় আর আমার বেদনায় আজ তুমি আপনাকে চিনেছ আমার চেনা দিয়ে আমার অবাক চোখ লাগিয়েছে সোনার কাঠির ছোঁওয়া জাগিয়েছে আনন্দরূপ তোমার আপন চৈতন্যে ♪ আমায় ভুলতে দিতে নাইকো তোমার ভয় আমায় ভুলতে দিতে নাইকো তোমার ভয় আমায় ভুলতে দিতে আমার ভোলার আছে অন্ত, তোমার প্রেমের তো নাই ক্ষয় আমায় ভুলতে দিতে নাইকো তোমার ভয় আমায় ভুলতে দিতে ♪ দূরে গিয়ে বাড়াই যে ঘুর, সে দূর শুধু আমারি দূর দূরে গিয়ে বাড়াই যে ঘুর, সে দূর শুধু আমারি দূর তোমার কাছে দূর কভু দূর নয় আমায় ভুলতে দিতে নাইকো তোমার ভয় আমায় ভুলতে দিতে ♪ আমার প্রাণের কুঁড়ি পাপড়ি নাহি খোলে তোমার বসন্তবায় নাই কি গো তাই বলে আমার প্রাণের কুঁড়ি পাপড়ি নাহি খোলে তোমার বসন্তবায় নাই কি গো তাই বলে এই খেলাতে আমার সনে হার মানো যে ক্ষণে ক্ষণে এই খেলাতে আমার সনে হার মানো যে ক্ষণে ক্ষণে হারের মাঝে আছে তোমার জয় আমায় ভুলতে দিতে নাইকো তোমার ভয় আমায় ভুলতে দিতে আমার ভোলার আছে অন্ত, তোমার প্রেমের তো নাই ক্ষয় আমায় ভুলতে দিতে নাইকো তোমার ভয় আমায় ভুলতে দিতে