Kishore Kumar Hits

Imon Chakraborty - Gahana Kusumo lyrics

Artist: Imon Chakraborty

album: Rabindranather Gaan Aar Imon


গহন কুসুমকুঞ্জ-মাঝে
মৃদুল মধুর বংশি বাজে
বিসরি ত্রাস-লোকলাজে
সজনি, আও আও লো
গহন কুসুমকুঞ্জ-মাঝে

পিনহ চারু নীল বাস
হৃদয়ে প্রণয়কুসুমরাশ
পিনহ চারু নীল বাস
হৃদয়ে প্রণয়কুসুমরাশ
হরিণনেত্রে বিমল হাস
হরিণনেত্রে বিমল হাস
কুঞ্জবনমে আও লো
গহন কুসুমকুঞ্জ-মাঝে

ঢালে কুসুম সুরভভার
ঢালে বিহগ সুরবসার
ঢালে ইন্দু অমৃতধার
বিমল রজতভাতি রে
এ কার? কোন কবির লেখা পদ গো?
এ যে বিদ্যাপতির চেয়েও মিঠে!
কী কথা, কী ভাব, কী সুর!
কোথায় পেলে তুমি ঠাকুরপো?
এই সেদিন সমাজের লাইব্রেরিতে
হঠাৎ হাতে এলো একটি জীর্ণ পুঁথি
সেই পুঁথি ভানুসিংহ নামে কোনও প্রাচীন কবির
আমি শুধু তোমার জন্যে
সেই লেখা কপি করে এনেছি নতুন বউঠান
মন্দ মন্দ ভৃঙ্গ গুঞ্জে
অযুত কুসুম কুঞ্জে কুঞ্জে
মন্দ মন্দ ভৃঙ্গ গুঞ্জে
অযুত কুসুম কুঞ্জে কুঞ্জে
ফুটল সজনি, পুঞ্জে পুঞ্জে
ফুটল সজনি, পুঞ্জে পুঞ্জে
বকুল যূথি জাতি রে
গহন কুসুমকুঞ্জ-মাঝে

দেখ লো সখি, শ্যামরায়
নয়নে প্রেম উথল যায়
মধুর বদন অমৃতসদন
চন্দ্রমায় নিন্দিছে
আও আও সজনিবৃন্দ
হেরব সখি শ্রীগোবিন্দ
আও আও সজনিবৃন্দ
হেরব সখি শ্রীগোবিন্দ
শ্যামকো পদারবিন্দ
শ্যামকো পদারবিন্দ
ভানুসিংহ বন্দিছে
গহন কুসুম...

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists