Kishore Kumar Hits

Imon Chakraborty - Kapichhe Deholota lyrics

Artist: Imon Chakraborty

album: Rabindranather Gaan Aar Imon


কাঁপিছে দেহলতা থরথর
চোখের জলে আঁখি ভরভর
কাঁপিছে দেহলতা থরথর
চোখের জলে আঁখি ভরভর
দোদুল তমালেরই বনছায়া
তোমারি নীল বাসে নিল কায়া
বাদল-নিশীথেরই ঝরঝর
তোমারি আঁখি-'পরে ভরভর
কাঁপিছে দেহলতা থরথর
চোখের জলে আঁখি ভরভর

যে কথা ছিল তব মনে মনে
চমকে অধরের কোণে কোণে
নীরব হিয়া তব দিল ভরি
কী মায়া স্বপনে যে, মরি মরি
আঁধার কাননের মরমর
বাদল-নিশীথের ঝরঝর
কাঁপিছে দেহলতা থরথর
চোখের জলে আঁখি ভরভর
কাঁপিছে দেহলতা থরথর
চোখের জলে আঁখি ভরভর

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists