Kishore Kumar Hits

Maya Sen - Bohe Nirantaro lyrics

Artist: Maya Sen

album: Bohe Nirantaro


বহে নিরন্তর
Endless stream of bliss flows
And infinite music plays in the limitless sky
বহে নিরন্তর অনন্ত আনন্দধারা
বহে নিরন্তর অনন্ত আনন্দধারা
বাজে অসীম নভোমাঝে অনাদি রব
বাজে অসীম নভোমাঝে অনাদি রব
জাগে অগণ্য রবিচন্দ্রতারা
বহে নিরন্তর অনন্ত আনন্দধারা
একক অখণ্ড ব্রহ্মাণ্ডরাজ্যে
পরম এক সেই রাজরাজেন্দ্র রাজে
একক অখণ্ড ব্রাহ্মণ্ডরাজ্যে
পরম এক সেই রাজরাজেন্দ্র রাজে
বিস্মিত নিমেষহত বিশ্ব চরণে বিনত
লক্ষশত ভক্তচিত বাক্যহারা
বহে নিরন্তর অনন্ত আনন্দধারা
বহে নিরন্তর অনন্ত আনন্দধারা

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists