Kishore Kumar Hits

Maya Sen - Basanti Hey Bhubanamohini lyrics

Artist: Maya Sen

album: Basanti Hey Bhubanamohini


বাসন্তী, হে
Divine beauty of spring
Casts its spell over the entire world

বাসন্তী, হে ভুবনমোহিনী
বাসন্তী, হে ভুবনমোহিনী
দিকপ্রান্তে, বনবনান্তে
শ্যাম প্রান্তরে, আম্রছায়ে
শ্যাম প্রান্তরে, আম্রছায়ে
সরোবরতীরে, নদীনীরে
নীল আকাশে, মলয়বাতাসে
নীল আকাশে, মলয়বাতাসে
ব্যাপিল অনন্ত তব মাধুরী
বাসন্তী

নগরে গ্রামে কাননে, দিনে নিশীথে
নগরে গ্রামে কাননে, দিনে নিশীথে
নগরে গ্রামে কাননে, দিনে নিশীথে
পিকসঙ্গীতে, নৃত্যগীতকলনে
পিকসঙ্গীতে, নৃত্যগীতকলনে বিশ্ব আনন্দিত
ভবনে ভবনে, বিশ্ব আনন্দিত
ভবনে ভবনে বীণাতান রণ-রণ ঝঙ্কৃত
বীণাতান রণ-রণ ঝঙ্কৃত
মধুমদমোদিত হৃদয়ে হৃদয়ে রে
মধুমদমোদিত হৃদয়ে হৃদয়ে
নবপ্রাণ উচ্ছ্বসিল আজি
বিচলিত চিত উচ্ছলি রে
বিচলিত চিত উচ্ছলি উন্মাদন
ঝন ঝন ঝনিল মঞ্জীরে মঞ্জীরে
বাসন্তী, হে ভুবনমোহিনী

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists