Kishore Kumar Hits

Maya Sen - Tumi Jano Ogo lyrics

Artist: Maya Sen

album: Nai Ba Dako


তুমি জানো, ওগো অন্তর্যামী
পথে পথেই মন ফিরালেম আমি
তুমি জানো, ওগো অন্তর্যামী
ভাবনা আমার বাঁধল নাকো বাসা
কেবল তাদের স্রোতের 'পরেই ভাসা
ভাবনা আমার বাঁধল নাকো বাসা
কেবল তাদের স্রোতের 'পরেই ভাসা
তবু আমার মনে আছে আশা
তোমার পায়ে ঠেকবে তারা স্বামী
তুমি জানো, ওগো অন্তর্যামী
টেনেছিল কতই কান্না-হাসি
বারে বারেই ছিন্ন হল ফাঁসি
টেনেছিল কতই কান্না-হাসি
বারে বারেই ছিন্ন হল ফাঁসি
শুধায় সবাই হতভাগ্য বলে
"মাথা কোথায় রাখবি সন্ধ্যা হলে?"
শুধায় সবাই হতভাগ্য বলে
"মাথা কোথায় রাখবি সন্ধ্যা হলে?"
জানি জানি নামবে তোমার কোলে
আপনি যেথায় পড়বে মাথা নামি
তুমি জানো, ওগো অন্তর্যামী
পথে পথেই মন ফিরালেম আমি
তুমি জানো, ওগো অন্তর্যামী

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists