Manisha Murali Nair - Mori Lo Mori lyrics
Artist:
Manisha Murali Nair
album: Swapancharini
মরি লো মরি, আমায় বাঁশিতে ডেকেছে কে
ভেবেছিলেম ঘরে রব, কোথাও যাব না
ভেবেছিলেম ঘরে রব, কোথাও যাব না
ওই-যে বাহিরে বাজিল বাঁশি, বলো কী করি
ওই-যে বাহিরে বাজিল বাঁশি, বলো কী করি
আমায় বাঁশিতে ডেকেছে কে
শুনেছি কোন কুঞ্জবনে যমুনাতীরে
সাঁঝের বেলায় বাজে বাঁশি ধীর সমীরে
শুনেছি কোন কুঞ্জবনে যমুনাতীরে
সাঁঝের বেলায় বাজে বাঁশি ধীর সমীরে
ওগো, তোরা জানিস যদি
আমায় পথ বলে দে
আমায় বাঁশিতে ডেকেছে কে
দেখি গে তার মুখের হাসি
তারে ফুলের মালা পরিয়ে আসি
দেখি গে তার মুখের হাসি
তারে ফুলের মালা পরিয়ে আসি
দেখি গে তার মুখের হাসি
তারে বলে আসি, "তোমার বাঁশি
আমার প্রাণে বেজেছে"
আমায় বাঁশিতে ডেকেছে কে
মরি লো মরি, আমায় বাঁশিতে ডেকেছে কে
Поcмотреть все песни артиста
Other albums by the artist